Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
‘সার্ভিস ইনোভেশন ফান্ড’ এর আওতায় উদ্ভাবনী প্রস্তাব আহবান
বিস্তারিত

২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার রূপকল্প-২০২১ ঘোষনা করেছে। এ রূপকল্প বাস্তবায়নের  লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম দেশব্যাপী নানমূখী উদ্যোগ গ্রহণ করেছে। দেশের প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠী যাতে সহজে, দ্রুত এবং স্বল্প ব্যয়ে সরকারি এবং বেসরকারি সেবাসমূহ গ্রহণ করতে পারে, সে লক্ষ্যে নতুন নতুন সেবা  উদ্ভাবন এবং তা প্রসারের প্রয়োজনীতা অনুভূত হওয়ায় ‘সার্ভিস ইনোভেশন ফান্ড’ গঠন করা হয়। গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী ২৮ মার্চ ২০১৩ তারিখে উক্ত ইনোভেশন ফান্ডের উদ্বোধন করেন।

২। ২০০৮ সালে এটুআই প্রকল্পের  পক্ষ থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে বাস্তবায়নযোগ্য সহজসাধ্য উদ্যোগ কুইক-উইন গ্রহণ করা হয়। এ সময় সকল মন্ত্রণালয়ের সচিব মহোদয়গণ ৫৩টি ‘ কুইক-উইন’ উদ্যোগ চিহ্নিত করেন এবং পরবর্তী পর্যায়ে তা বাস্তায়নের কার্যক্রম গ্রহণ করা হয়। ‘ কুইক-উইন’ উদ্যোগসমূহের মাধ্যমে অনুধাবিত হয় যে উদ্ভাবন এবং সেবা পদ্ধতি সহজিকরণের মাধ্যমে  প্রচলিত সেবা প্রদান ব্যবস্থায় এমন সব পরিবর্তন সাধন সম্ভব যার ফলে দেশের নাগরিকগণ উপকৃত হবেন। এটুআই প্রকল্পের পক্ষ থেকে কয়েকটি কয়েকটি ‘কুইক-ইউন’ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি এবং আর্থিক সহায়তাও প্রদান করা হয়। ইনোভেশন ফান্ড’ গঠনের মুখ্য উদ্দেশ্য  হলো:

  • সরকারি সেবার মান উন্নয়নের জন্য উদ্ভাবনী প্রয়াসমূহে সহায়তা প্রদান; এবং
  • প্রযুক্তিগত উৎকর্ষ সাধনের মাধ্যমে বিদ্যমান ক্ষুদ্র এবং মধ্যম পর্যায়ের উদ্যোগ সমূহে উদ্ভাবনী দক্ষতার বিকাশ।

৩। ইনোভেশন ফান্ড থেকে সেবামূক উদ্ভাবনের জন্য সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান, গবেষক, উন্নয়ন কর্মী, ছাত্র-ছাত্রীদের জন্য অর্থ বরাদ্দ করার বিধান রাখা হয়েছে।  এই তহবিল থেকে অর্থ বরাদ্দের ক্ষেত্রে নিম্নোক্ত প্রয়াসসমূহকে অগ্রাধিকার প্রদান করা হবে।

(ক) দরিদ্রবান্ধব সেবা প্রদান ব্যবস্থা; (খ) সেবা বিকেন্দ্রীকরণ; (গ) নারীর ক্ষমতায়ন; (ঘ) গ্রামীন উন্নয়ন; (ঙ) পরিবেশবান্ধব প্রযুক্তি; (চ) স্বল্পমূল্যের প্রযুক্তি; (ছ) তথ্য প্রবেশাধিকার; (জ)  বাংলা ভাষা সহায়ক সফটওয়্যার ইত্যাদি। এছাড়াো ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে সহায়ক প্রয়াসসমূহ বাস্তবায়নের লক্ষ্যে ‘সার্ভিস ইনোভেশন ফান্ড’ থেকে অর্থ বরাদ্দের জন্য আবেদন করা যাবে।  

৪। ইনোভেশন ফান্ড’ থেকে ইন্টারনেট/মোবাইল সেবা সম্পর্কিত কোন প্রকল্পের জন্য তহবিলের আবেদন করার শেষ সময় ৩০ জুন ২০১৩ নির্ধারণ করা হয়েছে। এটুআই প্রকল্পের  ওয়েবসাইটের মাধ্যমে (www.a2i.pmo.gov.bd)অনলাইনে আবেদন করতে হবে। প্রাপ্ত প্রস্তাব বিশেষজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি কর্তৃক যাচাই-বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এমতাবস্থায়, আপনার দপ্তর বা আপনার অধিক্ষেত্রাধীন দপ্তর বা প্রতিষ্ঠানসমূহকে সেবামূলক উদ্বাবনী কর্মে অনুদান প্রাপ্তির নিমিত্তে প্রস্তাব প্রেরণে উদ্ধুদ্ধ করার জন্য বিনীত অনুরোধ করা হলো।

(কবির বিন আনোয়ার)

মহাপরিচালক (প্রশাসন), প্রধানমন্ত্রীর কার্যালয়

এবং প্রকল্প পরিচালক, এটুআই প্রোগাম

                                                          kabirbinanwar@pmo.gov.bd

ডাউনলোড