০২ জানুয়ারী ২০১৫ তারিখে জামালপুর জেলার সকল উপজেলার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। উক্ত খসড়া ভোটার তালিকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সকল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সকল পৌরসভা এবং সকল ইউনিয়ন পরিষদে প্রদর্শন করা যাবে। আগামী ১৭ জানুয়ারী ২০১৫ খ্রি: তারিখ পর্যন্ত উক্ত তালিকা প্রদর্শন করা যাবে। খসড়া ভোটার তালিকার উপর কারও কোন দাবী/আপত্তি থাকলে তা ১৭ জানুয়ারী ২০১৫ খ্রি: তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ফরম-৬/৭/৮/৯ সংগ্রহ অথবা উপরের সংযুক্ত ফাইল থেকে ডাউনলোড করে ফরম পূরণ করে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জমা প্রদান করতে হবে। এছাড়া যাদের বয়স ১ জানুয়ারী ১৯৯৭ তারা নতুন ভোটার অন্তভূক্তির জন্য আবেদন করতে পারবে। আবেদন ফরম-২ শুধুমাত্র সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে।
দাবী/আপত্তি নিষ্পত্তির পর আগামী ৩১ জানুয়ারী ২০১৫ খ্রি: তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশন বাংলাদেশ
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়,
জামালপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস