বয়স্ক ভাতা কার্যক্রম
সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্কভাতা প্রদান। এ জন্য ২০১২-১৩ অর্থ বছরে নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ২৫০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।
অসচ্ছলপ্রতিবন্ধী ভাতা কার্যক্রম
সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্কভাতা প্রদান। এ জন্য ২০১২-১৩ অর্থ বছরে নির্বাচিত বয়স্ক ব্যক্তিদের জনপ্রতি মাসিক ২৫০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রম
প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪টি সত্মরে বিভক্ত করে নিমণহারে উপবৃত্তি প্রদানঃ
ক) প্রাথমিক সত্মর
(১ম-৫ম শ্রেণী) জনপ্রতি মাসিক ৩০০ টাকা
খ) মাধ্যমিক সত্মর
(৬ষ্ঠ-১০ম শ্রেনী) জনপ্রতি মাসিক ৪৫০টাকা
গ) উচ্চ মাধ্যমিক সত্মর
(একাদশ ও দ্বাদশ শ্রেণী) জনপ্রতি মাসিক ৬০০টাকা
ঘ) উচ্চতর সত্মর
(সণাতক ও সণাতকোত্তর) জনপ্রতি মাসিক ১০০০টাকা
মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রম
সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান। এ জন্য ২০১২-১৩ অর্থ বছরে নির্বাচিত মুক্তিযোদ্ধাকে জনপ্রতি মাসিক ২০০০ টাকা হারে ভাতা প্রদান
বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা কার্যক্রম
সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাদেরকে ভাতা প্রদান। এ জন্য ২০১২-১৩ অর্থ বছরে নির্বাচিত বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলাকে জনপ্রতি মাসিক ৩০০ টাকা হারে ভাতা প্রদান করা হচ্ছে।
* বিভিন্ন সুবিধাভোগীদের সংখ্যা :
১। ভিজিডি- ৩২০ জন
২। বয়স্ক ভাতা- ৩৭৮ জন
৩। বিধবা ভাতা- ১২০ জন
৪। প্রতিবন্ধী ভাতা- ৪৮ জন
৫। মাতৃত্বকালীন ভাতা- ৫৪ জন
৬। মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা- ১৩ জন
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS