কৃষি তথ্য ও সেবা বিষয়ক ওয়েব সাইটসমূহ
(বিস্তারিত জানতে নামের উপর ক্লিক করুন)
বাংলাভাষায়কৃষিবিষয়কতথ্যভিত্তিকসর্ববৃহৎওয়েবসাইট(agrobangla.com)www.agrobangla.com (এগ্রোবাংলা ডট কম) বিশ্বের সকল বাংলা ভাষীর জন্য সম্পূর্ণ বাংলায় কৃষির উপর তথ্যভিত্তিক সর্ববৃহৎ ওয়েব সাইট। বাংলায় ‘কৃষির তথ্য ভাণ্ডার’ স্লোগানে শুরু হওয়া এ সাইটে কৃষির প্রতিটি শাখার উপর আলোকপাত করা হয়েছে। কৃষি তথ্যের অবাধ প্রবাহে অগ্রগামী আমরা...
কৃষি বিষয়ক তথ্য নিয়ে বাংলাদেশের সংবাদপত্রগুলোতে সপ্তাহের কোন কোন দিনগুলোতে ফিচার পাতা প্রকাশিত হয়, টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত কৃষি বিষয়ক অনুষ্ঠানের দিন ও সময় এবং বাংলা ভাষায় কৃষি বিষয়ক কি কি ওয়েবসাইট আছে সে সকল সব তথ্য একসাথে পাবেন এখান থেকে। এটি একটি কৃষি বিষয়ক ডিরেক্টরি।
দেশের কৃষি উন্নয়নের লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি (ICT) ব্যবহারের মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ ও কৃষি সংশ্লিষ্ট সকলের কাছে কৃষিতথ্য সহজলভ্যকরণের লক্ষ্যে ইনিশিয়েটিভ ফর টোট্যাল রিফর্ম (আইটিআর) ‘কৃষিবাংলা ডট কম’ নামে বাংলা ভাষায় বৃহত্তম কৃষি বিষয়ক ওয়েব সাইট চালু করেছে। এ কৃষি বিষয়ক ওয়েব সাইটে কৃষক, ছাত্র-ছাত্রী, সম্প্রসারণ কর্মী, শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, নীতি নির্ধারকসহ কৃষি সংশ্লিষ্ট সকল পর্যায়ের জনসাধারণ বিনামূল্যে তাঁদের চাহিদামাফিক কৃষি তথ্য পেতে পারেন।
এই ওয়েবসাইটটির মাধ্যমে কৃষি বিষয়ক সব ধরনের তথ্য যেমন উৎপাদন, প্রযুক্তি, পোকমাকড়, রোগবালাই, বীজ ও সার নিয়ে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধান এবং কৃষি বিষয়ক অন্যান্য তথ্য পাওয়া যাবে। www.ekrishok.com
কৃষিতথ্যসার্ভিস>> http://www.ais.gov.bd/
কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ একটি উন্নয়ন সহায়ক গণযোগাযোগ সংস্থা। বিভিন্ন গণমাধ্যমের সফল ও যৌক্তিক ব্যবহারের মাধ্যমে উদ্ভাবিত নতুন নতুন কৃষি প্রযুক্তি ও তথ্যসমূহ কৃষকসহ সকল বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে তৈরি কৃষি তথ্য সার্ভিসের বাংলা ওয়েবসাইটে আপনাকে সুস্বাগত জানাচ্ছি। কৃষি বিষয়ক বিভিন্ন তথ্যাদি নিয়ে এ ওয়েবসাইটটি সাজানো হয়েছে/
আমাদের কৃষি
http://www.amaderkrishi.com
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS