Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রধান কার্যাবলী

 

ইউনিয়ন ভূমি অফিসের কার্যাবলী সমূহঃ

 

 

১। ভূমির ব্যবহার ভিত্তিক শ্রেণী বিন্যাস পূর্বক ভূমি উন্নয়ন করের দাবী নির্ধারণ ও আদায়।

 

২। ভূমির রেকর্ডপত্র সংরক্ষণ।

 

৩। সরকারি খাস ভূমির রক্ষনা বেক্ষণ ও প্রকৃত ভূমিহীনদের মধ্যে সরকারি খাস ভূমি বিতরণে সহযোগিতা

   প্রদান।

 

৪। নামজারী ও জমা বিভাগের তদন্ত প্রতিবেদন/ প্রস্তাব প্রেরণ ও তৎপ্রেক্ষিতে রেকর্ড হাল করণ।

 

৫। জলমহল,হাটবাজার ও অন্যান্য সায়রাত মহল রক্ষনা বেক্ষণ।

 

৬। দেওয়ানী আদালত থেকে প্রাপ্ত নোটিশের উপর সরকারি সম্পত্তি রক্ষার্থে তথ্যাদি প্রেরণ।

 

৭। সরকার কর্তৃক জারীকৃত প্রজ্ঞাপন/পরিপত্র সমূহের নির্দেশনা মোতাবেক কার্যাদী সম্পন্ন করা।